এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা। ছবিটি তৃতীয় সপ্তাহে এসেও দেশের সিনেমা হলে হাউজফুল যাচ্ছে। দেশে মুক্তির সময় থেকেই শোনা যাচ্ছিল ভারতেও মুক্তি পাবে এই ছবি।
ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ১৪ জুলাই রাতে তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’ সিনেমা।
এই ছবির মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। সিনেমাটিতে অভিনয় করেছেন তমা মির্জাও। আছেন শহীদুজ্জামান সেলিমসহ অনেকে। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
জানা গেছে, মুক্তির প্রথম সপ্তাহে শুধু স্টার সিনেপ্লেক্স থেকে দুই কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ছবিটির।
এরই মধ্যে শোনা যাচ্ছে নিশোর নতুন সিনেমার খবর। যদিও সেই ছবির নাম ঠিক হয়নি এখনো। ছবিটি পরিচালনা করবেন আবরার আতহার।
সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নতুন সিনেমাটি হবে গ্যাংস্টার ক্রাইম ঘরানার। ছবিটি প্রযোজনা করবে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। আপাতত সিনেমার বিষয়ে মুখ খুলতে নারাজ প্রযোজনা সংস্থাটি।
তবে তারা বলেছে, সিনেমার পরিকল্পনা চলছে, সব ঠিক হলে বিস্তারিত জানাবে। এ বিষয়ে মুখ খোলেননি আফরান নিশোও।