এতদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ মিলছিল। এবার গাজীপুরে মূল ক্যাম্পাসেই অনার্স কোর্সে ভর্তি হওয়া যাবে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে প্রথমবারের মত চারটি বিষয়ে মূল ক্যাম্পাসে ভর্তির আবেদন চাওয়া হয়েছে।
সেই চারটি বিষয় হচ্ছে- এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২৭ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবে। আবেদন ফি ৫০০ টাকা।
নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে কেবল বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাকি তিন বিষয়ে সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd/admissions পাওয়া যাবে।
গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ওই চার বিষয়ে অনার্স কোর্সে ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের মূল ক্যাম্পাসে একশর বেশি শিক্ষক রয়েছেন, উনারাই ক্লাস নেবেন। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ক্লাস নেবেন।
“এলএলবিতে আমাদের কোনও শিক্ষক নাই, সেখানে রাজশাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নেবেন।”
প্রতিটি বিষয়ে ৪০ জন শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হবে জানিয়ে অধ্যাপক নাসির বলেন, শিক্ষার্থীরা গাজীপুরে মূল ক্যাম্পাসের ডরমেটরিতে থেকে ক্লাস করার সুযোগ পাবেন।