এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মঙ্গলবার

Social Share Buttons
  • আগামীকাল মঙ্গলবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। বেলা ১১টায় শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল জানতে পারবে। তবে অন্যান্য বছরগুলোর মতো প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের দায়িত্ব পালন করবেন না। এবার ফলাফল প্রকাশের কাজটি করবেন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

এবছর মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছিল। পরীক্ষায় উপস্থিত শীক্ষার্থীদের সাতটি বিষয়ে সরাসরি পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে, তবে বাকি ১৩টি বিষয়ের ফলাফল ‘অটো পাশ’ বা সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে প্রকাশ করা হবে। কিন্তু অটো পাশের পরেও লক্ষাধিক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। কেননা পরীক্ষায় অনুপস্থিত থাকা বা বহিষ্কার হওয়া পরীক্ষার্থীদের জন্য সার্বিক ফলাফল অকৃতকার্য হিসেবে গণ্য করা হয়েছে। এবার ৯৬ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় উপস্থিত হয়নি এবং ২৯৭ জন বহিষ্কার হয়েছেন।

গত ৩০ জুন থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা জুলাই আগস্টের দফায় দফায় সহিংস ঘটনার কারণে কয়েকটি তারিখে স্থগিত করা হয়। পরে কিছু পরীক্ষা বাতিল করে এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফল  প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর ফলাফল সরাসরি দেওয়া হবে এবং যেসব বিষয়ের পরীক্ষা হয়নি, সেগুলোর ফলাফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে প্রকাশিত হবে।

ফলাফল জানার পদ্ধতি:

পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানার জন্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে দেখতে পারবে অথবা এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবে। এসএমএসের মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানার জন্য পরীক্ষার্থীদের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2024
উদাহরণস্বরূপ:
HSC DHA 123456 2024
এরপর এটি পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *