এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র উচ্চবিদ্যালয়ের সম্প্রসারণ-কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
শিক্ষা মন্ত্রী বলেন, ‘যদি কোনো জায়গায় প্রাকৃতিক দূর্যোগের কারণে পরীক্ষা বন্ধ করতে হয় তাহলে শুধু সে স্থানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ থাকবে। বাকি সারাদেশে পরীক্ষা চলবে। ডেঙ্গুর জন্যে বা ডেঙ্গু পরিস্থিতির জন্য এইচএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষা পিছিয়ে দেবার সুযোগ আসলে নেই।’
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট। পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এরমধ্যে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় পরীক্ষা পেছানোর দাবিতে সড়কে নেমেছে একদল এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষা পেছানো অথবা পরীক্ষার নম্বর ৫০ করার দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন তারা। দাবি আদায়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ ও পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে স্মারকলীপিও দিয়েছে তারা।
শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।