চট্টগ্রাম মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জাহেদ হোসাইন, স্মার্ট সেবা ক্যাম্পেইন ২০২২ এ জেলা পর্যায় সেরা উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন।
সোমবার ( ১৭ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে এই পুরস্কার গ্রহণ করেন। জনগণের দোরগোড়ায় স্মার্টসেবা প্রদানের জন্য এই পুরস্কার তুলে দেওয়া হয়। এসপায়ার টু ইনোভেট (এটুআই) আয়োজিত দেশসেরা স্মার্ট উদ্যোক্তা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটুআই প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) ও নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান, এটুআইয়ের প্রজেক্ট ম্যানেজার মাজেদুল ইসলাম, এটুআই প্রকল্পের কর্মকর্তা অশোক বিশ্বাস, কামাল হোসেন সৈকত, মাসুম বিল্লাহ ও তহুরুল ইসলামসহ অন্যরা।
এদিকে জাহেদ হোসাইন জানিয়েছেন তাঁর এই কৃতিত্বে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্মার্ট সেবা ক্যাম্পেইন ২০২২ এ জেলা পর্যায়ে সেরা উদ্যোক্তা নির্বাচিত হওয়ায় সামনের দিনে আরও ভাল সেবা দিবেন বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.