ভিন্ন এক বাংলাদেশকে দেখা যাচ্ছে। রাস্তা পরিষ্কার থেকে শুরু করে ট্রাফিকের কাজ। সবটাই সামলাচ্ছে তারা শিক্ষার্থীরা।
কেউ রাস্তা-ফুটপাতের ময়লা পরিষ্কার করছেন। কেউ সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তবে এরা কেউ পরিচ্ছন্নকর্মী বা ট্রাফিক পুলিশ নন।
এরপরও শহরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন শিক্ষার্থীরা। তাদের এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ লোকজন এবং প্রশংসায় ভাসছে সোশ্যাল মিডিয়া।
তারই ধারাবাহিকতায় দেশ পূর্ণগঠনের প্রত্যয়ে বুধবার (৭ আগস্ট ২০২৪) ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে, জেলার প্রধান পর্যটক এরিয়া দালাল বাজার "খোয়া সাগর দিঘির" পাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করেন ভলান্টিয়াররা।
এ সময় দেখা গেছে ভলেন্টিয়ারা তাদের মুখে মাক্স পড়ে, হাতে বস্তা, ঝাড়ু নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে মেনে পড়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.