লক্ষ্মীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক এবং অনলাইন মিডিয়ায় কর্মরত প্রতিনিধি ও স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
বুধবার (২৬ জুলাই) লক্ষ্মীপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান সাংবাদিকদের বলেন, আপনারা জাতির দর্পণ। জেলায় বিভিন্ন বিষয় আপনাদের কাছে জানতে চাই। বিগত সময়ে জেলার উন্নয়নে আপনার জেলা প্রশাসনকে সহযোগিতা করেছেন। আশা করি আমাকেও সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতার মাধ্যমে জেলার উন্নয়ন আরো এগিয়ে নিতে চাই।
এ সময় সাংবাদিকরা মানসম্মত শিক্ষা নিশ্চিত, স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, পরিবহন সেক্টরে চাঁদাবাজি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ধীরগতি, সিন্ডিকেটের মাধ্যমে পণ্যমূল্য বৃদ্ধি, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারসহ জেলার উন্নয়ন ও সম্ভাবনা বিভিন্ন বিষয়ে অবহিত করেন জেলা প্রশাসককে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.