লক্ষ্মীপুরে উন্নয়ন সমাবেশে প্রধানমন্ত্রীর সাফল্য তুলে ধরে লক্ষ্মীপুরের কমলনগরে সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ জুলাই) বিকালে কমলনগর উপজেলার হাজির হাট মাদ্রাসা মাঠে এ উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রাজু, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, কমলনগর যুবলীগের সাধারণ সম্পাদক আহছান উল্লাহ হিরণ, তোরাবগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সাল আাহমেদ রতন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ সহ প্রমুখ।
উনয়ন সমাবাবেশে প্রধানমন্ত্রীর উন্নয় সাফল্য তুলে ধরা হয়। আগামী দিনে কমলনগরবাসীকে উন্নয়নের পক্ষে থাকার জন্য আহব্বান জানান তারা। উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে গনতন্ত্র ও উনয়নের পক্ষে থাকার আহব্বান জানান।
উন্নয়ন সমাবেশ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসন থেকে আওয়ামীলীগের স্থানীয়দের মধ্য থেকে দলীয় মনোনয়ন দেওয়ার আহব্বান জানান। বহিরাগত কাউকে যেন এ আসনে দলীয় মনোনয়ন না দেওয়া হয় সে আহব্বান জানান।
উন্নয়ন সমাবেশে কমলনগর উপজেলার সকল চেয়ারম্যান ও ইউনিয়ন মেম্বাররা উপস্থিত ছিলো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.