সবুজ পৃথিবী সবুজ মন, নিরাপদ হোক বিশ্বায়ণ। রবিবার (২৩ জুলাই) এই শ্লোগানে ১ হাজার চারা গাছ রোপণ করেন পিরোজপুর জেলা সবুজ বাংলাদেশ কমিটি। জেলার বিভিন্ন স্থানে সদস্যরা এই কর্মসূচি পালন করেন। একটি সুন্দর পরিবেশের জন্য তরুণদের এক ঝাঁক সারাদেশে বৃক্ষ নিয়ে কাজ করেন ইতিমধ্যে সংগঠনটি জাতীয় পুরস্কার এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন।
তারই ধারাবাহিকতায় পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকার ঘোসনা দেন সদস্যরা। সংগঠনের পিরোজপুর জেলা সভাপতি এনাম সাব্বির বলেন প্রতি বছর সংগঠন থেকে সারা দেশে বৃক্ষরোপণ করা হয়। আমরা পিরোজপুর কমিটিও তার অংশ হিসেবে ১ হাজার বৃক্ষরোপণ করেছি। আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমরা চাই সকলে দেশকে ও দেশের পরিবেশ ঠিক রাখতে বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত।