লক্ষ্মীপুর জেলার সুপরিচিত ও সুনামধন্য স্বেচ্ছায় রক্ত দানকারী সংগঠন "রামপুর ব্লাড ব্যাংক" এর ২০২৩-২৪ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
(২১শে জুলাই) রোজ শুক্রবারে এক জরুরী সভায় সকল উপদেষ্টা ও সদস্যদের সিদ্ধান্ত ক্রমে কমিটি ঘটিত হয়। নব-নির্বাচিত কমিটিতে কাজী রবিউল ইসলাম কে সভাপতি ও মাহমুদুর রহমান মিরন কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচন শেষে ২৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
নতুন এই কমিটিতে অন্য সদস্যরা হলেন:
সিনিয়ার সহ সভাপতি পদে - জাবের হোসেন রিপাত ও আরিফ হোসেন তারেক, সহ সভাপতি পদে - সৈয়দ আরাফাত, মোঃ মহিন উদ্দিন ও সাইফুল ইসলাম সামির, যুগ্ন সাধারন সম্পাদক পদে - মোঃ নাইম চৌধুরী, জুনায়েদ হোসেন মারুফ, জাওয়াদুল হক রুপম, ফাহিম ফইয়াজ মুস্তাকিম প্লাবন ও সৌরভ হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে - ইয়াসিন আরাফাত রাজ সহ সাংগঠনিক সম্পাদক পদে - নূর করিম সাকিব ও মেহেদী হাসান সাইমুন , কোষাধ্যক্ষ পদে- কাজী সিয়াম ইসলাম ,সহ কোষাধ্যক্ষ পদে- পারভেজুল ইসলাম , দপ্তর সম্পাদক পদে - রকিব রাজ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে- আবদুর রহমান সাকিব, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে - তাশদীদ হোসেন মিহাদ, প্রচার ও মিডিয়া সম্পাদক পদে - মোঃ ইয়াসিন, তথ্য ও প্রকাশনা সম্পাদক পদে - শাহরিয়ার রশিদ হৃদয়, সহকারী তথ্য ও প্রকাশনা সম্পাদক পদে - মোঃ আরাফাত হোসেন, যোগাযোগ ও যাতায়াত বিষয়ক সম্পাদক পদে - নুহিন বিন আলম নুহান, সহকারী যোগাযোগ ও যাতায়াত বিষয়ক সম্পাদক পদে - সাজিদুল ইসলাম সাজিদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক পদে - মোঃ রাকিবুল ইসলাম রাফি, সহকারী স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক পদে - মোঃ রাহিদুল ইসলাম রিপন, কার্যকরী সদস্য হিসেবে রয়েছে - ইমতিয়াজ আহমেদ রাদিব, নাহিয়ানুল ইসলাম নিহান, মেহরাজ রশিদ লাবিব, মাহফুজুর রহমান মিশন, আরাফাত হোসেন রোমেল, মোঃ ফরিদ উদ্দিন, মেহেদী হাসান রাতুল, নাসিরউদ্দিন আলিফ, শাওন আহমেদ প্রমূখ।
উল্লেখ্য, মানবতার সেবায় প্রতিষ্ঠিত এই সংগঠনটি ইতিমধ্যে অসহায় রোগীদের কে বিভিন্ন গ্রুপের ৮শত ৫০ব্যাগ রক্ত স্বেচ্ছায় দান করেছে। এই সেবা মূলক কাজকে ভবিষ্যতে আরো এগিয়ে নিতে নতুন কমিটির সদস্যগন সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.