লক্ষ্মীপুরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ তারেক বিন রশিদ। তিনি লক্ষ্মীপুরের বর্তমান পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের স্থলাভিষিক্ত হবেন।
সোমবার (১৭ জুলাই) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ।
এর আগে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন। তার সহধর্মিনী হুমায়রা পারভীন ও ঢাকা মহানগর পুলিশে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের অন্য একটি বিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরের বর্তমান পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার করা হয়েছে।
জানা যায়, মোহাম্মদ তারেক বিন রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকুয়ারি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ব্যাচে যোগদান করেন।
আরও পড়ুন: ১১ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি)
আরও পড়ুন: পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি