ভলান্টিয়ার ফর বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার জুলাই মাসের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেনারেল সেক্রেটারি অনুপস্থিতিতে HRO Oajed Hossain Emon এর উপস্থাপনায় শুরু হয় জেনারেল মিটিং।
সভায় PO Md Saifur Rahman Civilian উনার বক্তব্য রাখেন, উপস্থিত ভলান্টিয়ার থেকে প্রজেক্ট প্ল্যান নোট ডাউন করেন। তারপর, VP Asif Ahmed ভলান্টিয়ারদের দায়িত্ব নিয়ে কথা বলেন, সোস্যাল রিচ সম্পর্কে আইডিয়া দেন এবং ট্যুর প্ল্যান করে সম্পূর্ণ ডিস্টিক বোর্ড নব-নির্বাচিত ডিভিশন বোর্ড মেম্বার ফান্ড রাইজিং সেক্রেটারি ও সাবেক প্রেসিডেন্ট লক্ষ্মীপুর-জেলা Samidul Arefin কে ফুল দিয়ে বরন করা হয়।
Samidul Arefin বিভিডিতে তার পথচলা ও আগামী দিনের স্বপ্ন এবং লক্ষ্মীপুর জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেন এবং কমিটি মেম্বারদের দায়িত্ব সম্পর্কে অবহিত করেন। President Md Alamgir Hossain IR রিকুয়েটমেন্ট নিয়ে আলোচনা করে কিভাবে ভলান্টিয়াররা উপকৃত হবে
সর্বশেষ HRO Oajed Hossain Emon কিভাবে একজন সাধারণ ভলান্টিয়ার থেকে ভালো পজিশনে আশা যায়, নিজের ও সমাজের তথা দেশের উন্নয়নে অবদান রাখা যায়। তারপর মিটিং এর সমাপ্তি ঘোষণা করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.