কুষ্টিয়ার কুমারখালীতে নসিমনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে কুমারখালীর আলাউদ্দিননগর কালুর মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলার ছামছুল আলমের ছেলে শাহিন মিয়া ঘটনাস্থলেই মারা যান। অপরজন চুয়াডাঙ্গার আবদুস সালামের ছেলে একরামুল হককে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়ার হাইওয়ে থানার ওসি দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে কুমারখালীর আলাউদ্দিননগর কালুর মোড়ে একটি নসিমন মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.