প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৩, ৫:২৪ পূর্বাহ্ণ
লক্ষ্মীপুরে বালিশচাপায় ছেলেকে হ-ত্যা-র অভিযোগে মা আটক
লক্ষ্মীপুরে স্বামীর ওপর রাগ করে জুনায়েদ হোসেন নামের ৬ মাস বয়সী শিশুকে হ-ত্যা-র অভিযোগ উঠেছে তার মা নার্গিস বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় নার্গিসকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নার্গিস বেগম সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাঝি বাড়ির শাহাদাত হোসেনের স্ত্রী। সকালে স্বামীর সঙ্গে ঝগড়ার পর শিশুপুত্র জুনায়েদকে বালিশচাপায় হ-ত্যা করে নার্গিস। পরে জুনায়েদের মরদেহ পুকুরে ফেলে দেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই শাহাদাত ও তার স্ত্রী নার্গিসের ঝ-গ-ড়া হতো। ঘটনার আগেও তাদের মধ্যে ঝ-গ-ড়া হয়। পরে শাহাদাত বাড়ি থেকে কাজে চলে যায়। এরমধ্যে স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে শিশুপুত্র জুনায়েদকে নার্গিস বালিশচাপা দিয়ে হ-ত্যা করে। পরে মরদেহ পুকুরে ফেলে দিয়ে তিনি চিৎকার দেন। স্থানীয়রা জুনায়েদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ-ত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, জুনায়েদকে হ-ত্যা-র অভিযোগকে তার মা নার্গিসকে আ-ট-ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.