রোববার (৯ জুলাই) নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের এই ফেলোশিপ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চরশাহী ইউনিয়নের কৃতি সন্তান, নোয়াখালী ও মুন্সিগঞ্জ জেলার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ নোমান হোসেন প্রিন্স।
তিনি অস্ট্রেলিয়া বিখ্যাত কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ডিগ্রি কোর্সের জন্য প্রধানমন্ত্রী ফেলোশিপ অর্জন করেছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ফেলোশিপ গ্রহন করেন। তিনি সকলের দোয়া প্রার্থী।
উল্লেখ্য যে, তিনি ২৯ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন। কিছু দিনের মধ্যে পরবর্তী কর্মস্থলে পদায়ন করা হবে। মোঃ নোমান হোসেন প্রিন্স সাফল্যে অর্জনে এলাকাবাসী অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে।