লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরের একটি মাছ বাজারে বিপন্ন প্রজাতির একটি গিটার ফিশ বিক্রি করতে আনা হয়েছে। একজন ব্যবসায়ী মাছটি নিয়ে আসায় লোকজন সেটি দেখতে ভিড় করেন।
মাছটির ওজন ছিল প্রায় ১০ কেজি। এ ধরনের মাছ এর আগে লক্ষ্মীপুরের বাজারে দেখা মেলেনি।
মাছটি 'গিটার ফিশ' নামে পরিচিত বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। তবে কক্সবাজারের জেলেরা একে 'পিতাম্বরী' মাছও বলে থাকেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.