বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্সসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে মোরেলগঞ্জের পূর্ব সরালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় অ্যাম্বুলেন্স তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এছাড়া দুটি মোবাইল ফোন, দুই হাজার টাকা ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন, অ্যাম্বুলেন্সের মালিক ও চালক পিরোজপুরের শিয়ালকাঠি গ্রামের মো. রাজু শেখ (৩০) ও তার সহযোগী সাতক্ষীরার গাবুরা গ্রামের রাহাত হোসেন পারভেজ (১৭)।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। এটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে তেঁতুলবাড়িয়া গ্রামে নামিয়ে গাঁজা পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করছিল পূর্ব সরালিয়া এলাকায়।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে জেলার রামপালের বিভিন্ন এলাকা থেকে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের রফিকুল মৃধার পুত্র রহিম মৃধা (২২), বাছাড়েরহুলা গ্রামের শহীদ শেখের পুত্র ওসমান শেখ (২১) ও গোবিন্দপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের পুত্র আয়ুব আলী (৪০)।
আটকদের কাছ থেকে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে শুক্রবার বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.