আজান দিতে গিয়ে মসজিদের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর গ্রামে।
নিহতের নাম কামরুল হাসান। তিনি শাকচর গ্রামের বায়তুন নুর হোসনেয়ারা জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে এশার নামাজের আজান দেয়ার জন্য মাইকের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কামরুল। এরপর মসজিদের ভেতর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় মুসল্লিরা হাসপাতালে নিয়ে যান।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যুর বিষয়টি দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন। কীভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.