প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৩, ৮:৫০ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে দিনেদুপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলা এক প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতরা প্রবাসীর বসতবাড়িতে ভাঙচুর করে ২ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) আনুমানিক বেলা ১১টার দিকে ৫নং পার্বতী নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাজ্জলীপুর গ্রামের হাজী মজিবুল হক ব্যাপারী বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসীর ছেলে মামুন হোসেন জানান, আমার মা আমার বাচ্চাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসছে এর ভিতরে বাড়িতে কেউ না থাকায় একদল ডাকাত ফিল্ম স্টাইলে আমাদের বসতবাড়িতে ভাঙচুর করে আমাদের নগদ অর্থ ও স্বর্ণসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলে উদ্দিন বলেন, এ ঘটনায় থানা লিখত কোনো অভিযোগ হয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.