প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৩, ১০:০৯ অপরাহ্ণ
লক্ষ্মীপুর কারাগারে কারাবন্দির মৃত্যু
লক্ষ্মীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে রুহুল আমিন (৫৫) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রুহুল আমিন কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের শেখ আহম্মদের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, প্রতারণা মামলায় ২৬ জুলাই আদালত রুহুল আমিনকে কারাগারে পাঠান। শনিবার ভোর রাতে হঠাৎ বুকে ব্যাথা উঠে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মিজান উদ্দিন
Copyright © 2024 Topheadline. All rights reserved.