রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যান তারা।
জানা গেছে, ইইউর প্রতিনিধি এদিন সকাল ১১টায় কুতুপালং ৪ নাম্বার ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। পরে ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টারে শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।
এছাড়া দুপুরে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই ভাউচার সেন্টার পরিদর্শন করেন তারা। পরে ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন।
আরও জানা গেছে, বৃহস্পতিবার বিকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন ইমন গিলমোর। এদিন রাতেই জেলায় অবস্থানরত জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও কক্সবাজারে তার দুদিন থেকে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।