উপ-সচিব পদমর্যাদার তিন কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর দুই কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে,
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অপর্না বৈদ্যকে, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ল সিলেট, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাহিদ আখতারকে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক।
মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপ-সচিব মো. ইলিয়াস মেহেদীকে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপ
অপর আরেক প্রজ্ঞাপনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির আইসিটি সেন্টারের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. তৌহিদুল ইসলামকে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন গ্রুপ ক্যাপ্টেন এস এম মনজুরুল আলম। বিমান বাহিনীর এই কর্মকর্তার চাকরি প্রেষণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।