লক্ষ্মীপুরে আন্তর্জাতিক অরাজনৈতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সেন্ট্রাল কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি লায়ন কামাল উদ্দিন হাওলাদার।
মঙ্গলবার (১১জুলাই) এশিয়া ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার ও লক্ষ্মীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট লায়ন মহসিন কবিরের সভাপতিত্বে ও অগ্রণী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার ও সেক্রেটারি লায়ন মাকসুদুর রহমানের পরিচালনায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট-০১ লায়ন রাজু আহমেদ, ভাইস প্রেসিডেন্ট-২ লায়ন হুমায়ুন কবির, ভাইস প্রেসিডেন্ট -৩ লায়ন মাকসুদুর রহমান, সেক্রেটারি লায়ন ইমরান রহমান, ট্রেজারাল লায়ন মাইন উদ্দিন লিটন, ডিরেক্টর-১ লক্ষ্মীপুর পৌরসভার মেয়র লায়ন মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, ক্লাব মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন আবুল কালাম আজাদ, ক্লাব কো-অর্ডিনেটর ডা. আতিকুর রহমান, ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন মো. মাসুম মোল্লা, ক্লাব মার্কেটিং চেয়ারপারসন লায়ন মঞ্জুরুল করিম মামুন।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব লক্ষ্মীপুর সেন্ট্রাল এর উপদেষ্টা লায়ন জেডএম ফারুকী, সাবেক প্রেসিডেন্ট লায়ন মো:আব্দুর শহীদ, সাবেক সেক্রেটারি লায়ন রাজু আহমেদ, ভাইস প্রেসিডেন্ট লায়ন কামাল উদ্দিন হাওলাদার, ভাইস প্রেসিডেন্ট লায়ন হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মাইন উদ্দিন লিটন, ট্রেজার লায়ন ইমরানুর রহমান, ক্লাব সার্ভিস চেয়ার পারসন লায়ন মো. মাসুম মোল্লা, ডিরেক্টর লায়ন আবুল কালাম আজাদ, ডিরেক্টর লায়ন ডাক্তার আতিকুর রহমানসহ আরও অনেকে।
সভায় আগামী দিনের লায়নকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় এবং আগামী দিনের লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে লায়ন্স ক্লাব লক্ষ্মীপুর সেন্ট্রালের ২০২৩-২৪ অর্থ বছরের নবগঠিত কমিটি গঠন করা হয়।