লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১২নং চরশাহী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগকে সাংগঠনিক গতিশীল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি ঘোষনা করেছেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।
এতে মোঃ মনির হোসেনকে আহবায়ক ও জাহিদ হোসেন মিলনকে সদস্য সচিব করে চরশাহী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ জুলাই ২০২৩) চন্দ্রগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক মোঃ নুরুল আলম বাবলু ও সদস্য সচিব মোঃ ফারুক হোসেন মোল্লা স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়।
জাহিদ হোসেন মিলনের সংক্ষিপ্ত পরিচিতিঃ
রাজনৈতিক পটভূমিঃ সাবেক সদস্য, চরশাহী ইউনিয়ন ছাত্রলীগ, সাবেক সদস্য, চরশাহী ইউনিয়ন যুবলীগ, সাবেক যুগ্ম-আহবায়ক, চরশাহী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।
সামাজিক পটভূমিঃ উপদেষ্টা, জাফরপুর আদর্শ পাঠাগার, সদস্য, জাফরপুর মানব কল্যাণ ফাউন্ডেশন, সদস্য, বসুরহাট সমাজ উন্নয়ন ফাউন্ডেশন ও সদস্যা, চন্দ্রগঞ্জ থানা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন।