গাজীপুরে জলবায়ু ও তরুণ নেতৃত্বের বিষয় প্রশিক্ষণ ৯ নভেম্ভর রোজ শুক্রবার বিকেল ৩টায় গাজীপুর সিটি স্কুল এন্ড কলেজে জলবায়ু ও যুব নেতৃত্বের বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ এবং অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রশিক্ষণটি আয়োজন করা হয়।
তরুণদের নেতৃত্ব এবং জলবায়ু পরিবর্তনে ভূমিকার উপর গুরুত্ব দিয়ে ৮০জন যুবকে এই প্রশিক্ষণ প্রদান করেন।
তরুণদের আগামীর বিশ্বকে টিকিয়ে রাখতে পরিবেশ সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন বিষয় আলোচনা হয়। কপ-২৯এর প্রস্তাবিত সমস্যা গুলোর উপর ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান এবং ক্ষতির দিক বিবেচনা করে সরকারের উদ্যোগ সম্পর্কে আরোও স্পষ্টতা চায় তরুণরা। বাংলাদেশ পরিবেশের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উন্নত দেশ গুলো থেকে ক্ষতি আদায়ে সরকারের ভূমিকা আরোও জোরদার করার আহবান করেন।
প্রশিক্ষণের আলোচক গাজীপুর মহিলা কলেজের অধ্যক্ষ তিতাস সেন বলেন, জলবায়ু শিক্ষা একটি অগ্রগতি চিন্তামূলক পদ্ধতি যা সমাজে পরিবেশগত সমস্যাগুলির ক্রমবর্ধমান ভূমিকাকে স্বীকৃতি দেয়। জলবায়ু শিক্ষার প্রতি এই প্রতিশ্রুতি একটি শক্তিশালী বার্তা প্রতিফলিত করে। ভবিষ্যৎতের জন্য প্রস্তুতির অর্থ হলো শিক্ষার্থীদের জ্ঞান, স্থিতিস্থাপকতা আজকের পরিবর্তিত বিশ্বের চ্যালেন্স গুলি মোকাবেলা করতে শিক্ষিত করা। তাহলেই সম্ভব জলবায়ু সচেতনতায় তরুণদের আগ্রহী করা।
প্রশিক্ষক হিসেবে ছিলেন সবুজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন বাবু, বেকারত্ব হটাও প্রতিষ্ঠাতা ফাহিম খান, রিভার এন্ড সোশ্যাল, ডেভেলপমেন্ট বাংলাদেশ সাধারণ সম্পাদক ইসমাইল গাজী। অক্সিজেন ব্যাংক অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা আনোয়ার উল্ল্যাহ। গাজীপুর জেলা সবুজ বাংলাদেশ সভাপতি সায়েদুল ইসলাম অভি, ঢাকা জেলা সভাপতি সোহেল রানা ইমন প্রমূখ।