মাদারীপুরে পরিবেশ ও মাদকবিরোধী যুব সমাবেশ

Social Share Buttons

মাদকমুক্ত সুস্থ্য জীবন আলোয় আলোয় ভরবে ভূবন এই শ্লোগানে , পরিবেশ সচেতনতা ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের করণীয় শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত।

পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি তরুণ সমাজকে মাদকমুক্ত করতে ১০ নভেম্বর রোজ রবিবার  পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ এর উদ্যোগে   মাদারীপুর সরকারি কলেজে  যুব সমাবেশ করা হয়। ছাত্রদেরকে মাদকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরা হয় এবং এর থেকে কিভাবে নিজেকে সরিয়ে রাখা যায় সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

সংগঠনের সদস্যরা বলেন আমরা বিশ্বাস করি যুবরা আমাদের সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে। তাই তাদের সচেতন আর উদ্যমী হতে হবে। এতে করে সমাজ তথা রাষ্ট্রের পরিবর্তন আসবে।

সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলার সভাপতি সোহাগ হাসান বলেন পরিবেশের সচেতনতা এবং মাদকমুক্ত সমাজ গঠন আমাদের নৈতিক দ্বায়িত্ব। আমরা চাই স্কুল, কলেজের ছাত্ররা এই কাজে এগিয়ে আসুক। আমরা জেলাব্যাপি এই আয়োজন করেছি ধাপে ধাপে বিভিন্ন প্রতিষ্ঠানে এটি পরিচালিত হবে।

এই সময় উপস্থিত ছিলেন মাদারীপুর  জেলা সবুজ বাংলাদেশের সভাপতি সোহাগ হাসান, বিভিন্ন  উপজেলা ও মাদারীপুর সরকারি কলেজের কমিটির  সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *