মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে বিহান মিত্র নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) দুপুরে পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিহান মিত্র একই গ্রামের নেপাল মিত্রর ছেলে।
পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, শিশু বিহান দুপুরে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি খালপাড়ে খেলতে যায়। হঠাৎ পা পিচলে পানিতে ডুবে যায় সে। পরে অনেক খোঁজাখুজি শেষে স্থানীয় লোকজন খালের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খালের পানি থেকে নিহত ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত্যু ঘোষণা করেন বলে জেনেছি। তবে এই বিষয়ে থানায় কেউ জানায়নি।