বর্তমান সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত মাহমুদুর রহমানের পরিবারকে সমবেদনা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই কেবল বিএনপি নির্বাচনে অংশ নেবে, তার আগে নয়।
তিনি বলেন, এই সরকারের অধীনে নিশি রাতের নির্বাচনে বিএনপি অংশ নেবে না। আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তারপর সংসদ বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে।
তারেক রহমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতের রায়ের বিষয়েও সরকারকে দোষারোপ করেন বিএনপির এই নেতা।