খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হিসেবে যোগ দিয়েছেন মোঃ মোজাম্মেল হক। রবিবার (৩০ জুলাই) অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঞার কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ডিসি কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মোজাম্মেল হক।
এ সময় সঙ্গে ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা প্রমুখ।
মোজাম্মেল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেনারি সায়েন্সে ডিগ্রি নিয়ে ১৯৯৪ সালে ভেটেনারি সার্জন পদে জয়পুরহাটে কর্মজীবন শুরু করেন। এরপর ১৮তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেন। পুলিশ সুপার হিসেবে জয়পুরহাট, বগুড়া ও নওগাঁয় কর্মরত ছিলেন।
২০১৯-২০২২ সালের জুলাই পর্যন্ত তিনি র্যাব-৪ মিরপুরের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের মে মাসে তিনি ডিআইজি হিসেবে পদোন্নতি পান। সর্বশেষ হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন) ছিলেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বিভিন্ন পদক পেয়েছেন।
মোজাম্মেল হকের গ্রামের বাড়ি পাবনার চাটমোহর থানার শাহাপুরে। ব্যক্তিজীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।