প্রথমবার বাবা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। রবিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ‘কাবিলা’ খ্যাত এই অভিনেতার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ।
গণমাধ্যমকে সুখবরটি জানিয়েছেন জিয়াউল হক পলাশ নিজেই। অভিনেতা বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তার মা ভালো আছে। সবাই আমার পুত্রের জন্য দোয়া করবেন।’
গত বছরের আগস্টে পরিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেন পলাশ। তবে বিয়ের বিষয়টি সামনে আসে চার মাস পর অর্থাৎ গত ডিসেম্বরে।
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘কাবিলা’ চরিত্রটি পলাশকে তারকাখ্যাতি এনে দেয়। অভিনয়ের পাশাপাশি পলাশ নির্মাণেও মনোযোগী। কয়েকটি টিভিসি, মিউজিক ভিডিও এবং নাটক নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।