বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২০২২ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি। এতে দেখা গেছে, গত বছরের চেয়ে এ বছর দলটির আয়-ব্যয় দুটোই বেড়েছে।
রোববার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত হয়ে এই হিসাব জমা দেন।
রিজভী জানান, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। এ সময়ে দলটির মোট ব্যয় হয়েছে তিন কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। গত বছর বিএনপির উদ্বৃত্ত ছিল ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।
তিনি সাংবাদিকদের কাছে আয় ও ব্যয়ের তথ্য তুলে ধরে বলেন, দলের সদস্যদের চাঁদা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান এবং ব্যাংকের এফডিআরের সুদ তাদের দলের আয়ের উৎস।
গত বছর বিএনপি আয়-ব্যয়ের যে হিসাব দিয়েছিল, তাতে ২০২১ সালে দলটির আয় হয়েছিল ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। আর ব্যয় হয়েছিল ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা।আগের বছরের তুলনায় ২০২২ সালে বিএনপির আয় ও ব্যয় দুটিই বেড়েছে।