প্রথম বারের মতো ড্রোন ও ফোর জেনারেশন প্রযুক্তি (4G technology) ব্যবহার করে, ডিজিটাল জরিপ কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার, যার নামকরণ করা হয়েছে, বাংলাদেশ ডিজিটাল সার্ভে (BDS).
এই জরিপকাজ সফলভাবে সম্পন্ন হলে ভূমি সংক্রান্ত জালিয়াতি, ঠকবাজি বন্ধ হবে। একইসঙ্গে আগামী ১০০ বছরের জন্য আর কোন ভূমি জরিপের দরকার পড়বে না বলে আশা করছে করে সরকার। শুধু নতুন চর জেগে উঠলে সেটা যুক্ত করলেই সার্ভে আপডেট হতে থাকবে।
পটুয়াখালী জেলা সদরে ইটবাড়িয়া ইউনিয়নের একটি মৌজায় ৪৯১ একর জমির ডিজিটাল জরিপ সফলভাবে সম্পন্ন করে, এই জরিপকে বেস ধরে সরকার সারাদেশে ডিজিটাল জরিপ কাজ শুরু করেছে।
ডিজিটাল জরিপে কি কি সুবিধা পাবেনঃ
ভূমি মন্ত্রনালয় বলছে, গোটা দেশকে ডিজিটাল ভূমিসেবার আওতায় আনতে প্রত্যেক জমির মালিকগণকে একটি স্মার্ট কার্ড প্রদান করবে। এই স্মার্ট কার্ডের অভ্যন্তরে থাকা মাইক্রো-চিপসেটে আপনার জমির পরিমাণ, শ্রেণী, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার ইত্যাদি তথ্য অন্তর্ভুক্ত থাকবে। জমি যখন হস্তান্তর হবে তখন যিনি বিক্রয় করবেন, কার্ডে তার মোট জমির পরিমাণ থেকে তার বিক্রয়কৃত জমির পরিমাণ কমে যাবে আর যিনি কিনবেন, তার মোট জমির পরিমাণের সাথে তার ক্রয়কৃত জমির পরিমাণ যুক্ত হয়ে যাবে। তবে এ প্রক্রিয়াটি নামজারি করার পর সম্পন্ন হবে।
সাটেলাইটের মাধ্যমে তোলা হাই রেজুলেশন ছবি দিয়ে থার্ড ডাইমেনশন (3D) আকারে ডিজিটাল ম্যাপ প্রকাশ করবে সরকার। পূর্বের CS, SA, RS, BS, BRS ইত্যাদি ম্যাপগুলো 2D লাইন ড্রয়িং ছিল, কিন্তু এখন জমির Top view (উপর থেকে বাস্তবে জমি দেখতে যেমন) ম্যাপ দেখা যাবে, নতুন এই BDS জরিপে।
এই ডিজিটাল 3D ম্যাপের একটি বিশেষ বৈশিষ্ট্য থাকবে, এই ম্যাপ online এ সর্বসাধারণের জন্য সামান্য কিছু শর্ত সাপেক্ষে Open থাকবে।