শরীয়তপুর, ৭ জুলাই, ২০২৩ : জেলা প্রশাসকের তিন বছর মেয়াদী অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনার অংশ হিসেবে ‘আমিই বাংলাদেশ’ নামে ১০২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে শরীয়তপুর জেলা থেকে বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদেরকে ‘আমিই বাংলাদেশ’ নামে সম্মাননা প্রদান করা হয়। এর আগেও পাঁচ ধাপে ৩৫০ জন মেধাবী শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মো. সাইফুল হক, সিভিল সার্জন ডা. আবুল হাদী মুহাম্মদ শাহ পরান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন প্রমুখ।